তারা পুনর্নির্বাচিত

তারা পুনর্নির্বাচিত

সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভার সিদ্ধান্ত অনুসারে ২৪ জুন সোমবার আজিজ আল কায়সার ব্যাংকটির চেয়ারম্যান ও হোসেন খালেদ ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। ব্যাংকের উদ্যোক্তা পরিচালক আজিজ আল কায়সার এই নিয়ে চতুর্থবারের মতো ব্যাংকটির চেয়ারম্যান নির্বাচিত হলেন। ২০০৭ সালে প্রথমবারের মতো চেয়ারম্যান হিসাবে ব্যাংকটির দায়িত্ব পান আজিজ আল কায়সার। তিনি বর্তমানে পারটেক্স স্টার গ্রুপের পরিচালক এবং এর বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে ভাইস চেয়ারম্যান হিসাবে পুনর্নির্বাচিত হওয়া হোসেন খালেদ ব্যাংকটির একজন উদ্যোক্তা পরিচালক। তিনি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হিসাবে চার মেয়াদে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশে এন্ট্রেপ্রেনার অর্গানাইজেশন বা ইও-র প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি সিটি ব্যাংকের অঙ্গপ্রতিষ্ঠান সিটি ব্রোকারেজ লিমিটেড ও সিটি হংকং লিমিটেডের চেয়ারম্যান এবং ব্যাংকের নির্বাহী কমিটির সদস্য ও বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির আহ্বায়ক।

#তমহ/বিবি/২৪জনু২০২৪


ব্যাংক ডেস্ক, বিবি
Published at: মঙ্গল, জুন ২৫, ২০২৪ ১১:৩০ পূর্বাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!