চীনে যাবে আম
চলতি মৌসুমে চীনে এক লাখ ২০ হাজার টন আম রপ্তানির পরিকল্পনা নিয়েছে সরকার। মঙ্গলবার (২০ মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানান রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. আনোয়ার হোসেন।
সভায় আম রপ্তানিকারক, ব্যবসায়ী ও উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বলেন, সারাদেশে বছরে প্রায় ২৫ লাখ মেট্রিক টন আম উৎপাদিত হয়। এই সম্পদকে কাজে লাগিয়ে শুধু কাঁচা আম নয়, বরং আম প্রক্রিয়াজাত করে বিভিন্ন পণ্য রপ্তানির দিকেও নজর দিতে হবে।
চাঁপাইনবাবগঞ্জে ১০টি হট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন এবং আম প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি সুবিধা বাড়াতে আধুনিক প্রসেসিং প্লান্ট, সোলার প্যানেল বিতরণ, প্যাকিং হাউস নির্মাণ এবং রাজশাহী বিমানবন্দর থেকে কার্গো চালুর কথা জানান তিনি।
আম একটি সংবেদনশীল পণ্য উল্লেখ করে আনোয়ার হোসেন বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে হলে কৃষকদের গ্লোবাল সার্টিফিকেশন স্ট্যান্ডার্ড বজায় রেখে উত্তম কৃষি চর্চা (গ্যাপ) অনুসরণ করে আম উৎপাদন করতে হবে।
তিনি আরও জানান, পরিকল্পিতভাবে একযোগে কাজ করতে পারলে চলতি বছরেই চীনে তিন থেকে পাঁচ লাখ মেট্রিক টন আম রপ্তানির সম্ভাবনা রয়েছে। জুনের মাঝামাঝিতে ৭০-৮০ প্রজাতির আম নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে কূটনৈতিক মহলসহ গুরুত্বপূর্ণ অংশীদারদের আমন্ত্রণ জানাবে সরকার।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ। এতে আরও উপস্থিত ছিলেন ইপিবির পরিচালক (পণ্য) মো. শাহজালাল, অতিরিক্ত জেলা প্রশাসক ইকতেখারুল ইসলাম, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. খাইরুল ইসলাম, সহ-সভাপতি মো. আখতারুল ইসলাম রিমন এবং জেলার বিভিন্ন আমচাষী ও উদ্যোক্তারা।
সভা শেষে আনোয়ার হোসেন শিবগঞ্জের কয়েকটি আমবাগান পরিদর্শন করেন।
এর আগে ২৮ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার একটি আমবাগান পরিদর্শন করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বাংলাদেশ থেকে আম আমদানিতে আগ্রহ প্রকাশ করে জানান, ইতোমধ্যে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। চীনা কাস্টমস কর্তৃপক্ষ ‘জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস অব চায়না’ (জিএসসিসি) গত বছরের জুলাইয়ে বাংলাদেশের আম রপ্তানির জন্য নিবন্ধন দিয়েছে। সব কিছু ঠিক থাকলে মে মাসের মাঝামাঝি থেকেই বাংলাদেশ থেকে চীনে বিপুল পরিমাণ আম রপ্তানি শুরু হবে।
#তমহ/বিবি/২১মে২০২৫
Share with others:
Recent Posts
Recently published articles!
-
অর্থনীতি ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যাংক ডেস্ক, বিবি
-
অর্থনীতি ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি