কুষ্টিয়ায় পেঁয়াজের গোডাউনে সিলগালা

কুষ্টিয়ায় পেঁয়াজের গোডাউনে সিলগালা

অবৈধভাবে পেঁয়াজ মজুদ করে রাখার দায়ে কুষ্টিয়ার কুমারখালীতে পেঁয়াজের আড়তে অভিযান চালিয়ে দুজনকে ৪০ হাজার টাকা জরিমানা এবং একটি গোডাউন সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৬ নভেম্বর উপজেলার বাঁশগ্রাম বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল ইসলাম খান।

এ সময় তিনি জানান, পেঁয়াজ মজুদ করে বেশ কয়েক দিন ধরেই বেশি দামে বিক্রি করা হচ্ছে এমন অভিযোগে বাঁশগ্রাম বাজারে অভিযান চালানো হয়। মজুদ পেঁয়াজের বিপরীতে কোন বৈধ কাগজ দেখাতে না পারায় জীবন কুমারকে ২৫ হাজার টাকা এবং গাউসুল আযমকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের খবর পেয়ে একই বাজারের একটি গোডাউন বন্ধ করে পালিয়ে যাওয়ায় তা সিলগালা করে দেয়া হয়।

এর আগে সকালে কুষ্টিয়ায় পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে পাইকারি ও খুচরা বাজারে অভিযান পরিচালনা করেছে কুষ্টিয়া জেলা পুলিশ।


দেশজুড়ে ডেস্ক, বিবি
Published at: শনি, নভেম্বর ১৬, ২০১৯ ৮:৫৮ পূর্বাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!