রাজধানীতে চলছে বইমেলা

রাজধানীতে চলছে বইমেলা

অম একুশে গ্রন্থমেলা এখনো জমে ওঠেনি। বিক্রি এখনও জমে না ওঠায় বিক্রেতারা অপেক্ষা করছেন সাপ্তাহিক ছুটির দিনটির জন্য। শুক্রবার থেকে বইপ্রেমীদের আগমনের সঙ্গেও বিক্রিও বাড়বে বলে আশায় আছেন তারা।

প্রতিবার ১ ফেব্রুয়ারি শুরু হলেও এবার সিটি নির্বাচনের জন্য একদিন পর শুরু হয়েছে বইমেলা। তবে অধিবর্ষ হওয়ার কারণে এবার মেলা অন্য বারের মতোই চলবে ২৮ দিন। মঙ্গলবার মেলা প্রাঙ্গণে অনেক তরুণ তরুণীকে গল্প আড্ডায় সময় কাটাতে দেখা গেলেও স্টলগুলোতে ভিড় তেমন দেখা যায়নি।

বই মেলার বিক্রয়কর্মীদের থেকে জানা যায়, মেলা যেহেতু সবে শুরু, তাই আগতদের সংখ্যা ভালো, কিন্তু বিক্রি তেমন নেই। অনেকে স্টলে আসছেন, কিছু বই উল্টে দেখছেন আবার না কিনেই চলে যাচ্ছেন। তবে প্রত্যাশা, শুক্রবার থেকে মেলায় ভিড় বাড়বে, বিক্রিও বাড়বে।”

তবে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শুক্রবার ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসবে বলে প্রত্যাশা। সেইদিন থেকে মেলায় ভিড় বাড়ার সাথে বই বিক্রিও বাড়বে আশা করা যায়।

#এসএস/বিবি/০৫ ০২ ২০২০


রাজধানী ডেস্ক, বিবি
Published at: মঙ্গল, ফেব্রুয়ারী ৪, ২০২০ ১০:২০ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!