পদোন্নতিতে আশানুর রহমান
সিটি ব্যাংক সম্প্রতি মো. আশানুর রহমানকে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি প্রদান করেছে।
এর আগে তিনি একই ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং চিফ ইকোনমিস্ট ও কান্ট্রি বিজনেস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
আশানুর রহমান মার্কেন্টাইল ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে ২০০৪ সালে তার কর্মজীবন শুরু করেন। ২০০৮ সালে সিটি ব্যাংকের রূপান্তর বা ট্রান্সফরমেশন পর্বে তিনি সিটি ব্যাংকে যোগদান করেন। সেসময় ব্যাংকের ক্রেডিট, লিগ্যাল ও রিকভারি কার্যক্রমে মৌলিক পরিবর্তন আনতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং এই ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রতিষ্ঠা করেন ।
তিনি রয়্যাল ব্যাংক অফ কানাডায় পাঁচ বছর কাটিয়ে ২০১৯ সালে আবার সিটি ব্যাংকে ফেরেন এবং চিফ ইকোনমিস্ট ও কান্ট্রি বিজনেস ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর তিনি সিটি ব্যাংকের একাধিক কৌশলগত উদ্যোগের নেতৃত্ব দিয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ব্যাংকাস্যুরেন্স চালু করা।
আশানুর বর্তমানে ব্যাংকের গুরুত্বপূর্ণ কিছু উচ্চপর্যায়ের কমিটির সক্রিয় সদস্য। এর মধ্যে রয়েছে সেটেলমেন্ট কমিটি, কেপিআই ড্রাইভিং কমিটি, রিওয়ার্ডস অ্যান্ড রিকগনিশন কমিটি, একাধিক স্ট্র্যাটেজিক প্রকল্পের স্টিয়ারিং কমিটি ইত্যাদি।
২০ বছরেরও অধিক ব্যাংকিং অভিজ্ঞতা সম্পন্ন আশানুর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বিআইবিএম থেকে স্নাতক সম্পন্ন করেন। কানাডায় তিনি ইনভেস্টমেন্ট ফান্ডস বিষয়েও অধ্যয়ন করেছেন।
#তমহ/বিবি/২৪মে২০২৫
Share with others:
Recent Posts
Recently published articles!
-
অর্থনীতি ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যাংক ডেস্ক, বিবি
-
অর্থনীতি ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি