চায়না ইউনিয়নপে কার্ড আনলো সিটি ব্যাংক

চায়না ইউনিয়নপে কার্ড আনলো সিটি ব্যাংক

আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান চায়না ইউনিয়নপে’র সঙ্গে যৌথভাবে ডেবিট কার্ড চালু করলো সিটি ব্যাংক।

২৭ আগস্ট, মঙ্গলবার চালু হওয়া এই সেবার মাধ্যমে দেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে বিশ্বের চারটি প্রধান কার্ড নেটওয়ার্কের সবকটির ইস্যুয়ার হয়ে উঠলো সিটি ব্যাংক।

সিটি ব্যাংকের ইস্যু করা এই ডেবিট কার্ডে ব্যাংকের ৩০০০০ এর অধিক পয়েন্ট অব সেলস (পস) মেশিন এবং নিজস্ব ৩০০ র অধিক এটিএম আর সেই সঙ্গে দেশের ন্যাশনাল পেমেন্ট সুইচে সংযুক্ত অন্য ব্যাংকসমূহের এটিএমে লেনদেন করা যাবে।

পাশাপাশি জনপ্রিয় রেস্তোরাঁগুলোতে ‘একটি কিনলে একটি ফ্রি’ অফারের মাধ্যমে সাশ্রয়ী জীবনধারা উপভোগ করবেন চায়না ইউনিয়নপের কার্ড ব্যবহারকারীগণ। ইনস্ট্যান্ট কার্ড প্রিন্টিং ফ্যাসিলিটির মাধ্যমে এই ডেবিট কার্ড ব্যাংকের শাখাগুলিতে তাৎক্ষণিক প্রিন্ট হবে এবং গ্রাহকদেরকে তখনই হাতে হাতে দিয়ে দেওয়া হবে।

ইউনিয়নপে কার্ড বিশ্বের ১৭৯টি দেশের ২ কোটি ৮০ লক্ষ ব্যবসায় এবং ১৭ লক্ষ এটিএম নেটওয়ার্কে আন্তর্জাতিকভাবে সংযুক্ত।

#এসকেএস/বিবি/২৭ ০৮ ২০২০


ব্যাংক ডেস্ক, বিবি
Published at: বৃহঃ, আগষ্ট ২৭, ২০২০ ৯:৫৭ পূর্বাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!