সিটি ব্যাংক টিভিএস অটোর চুক্তি

সিটি ব্যাংক টিভিএস অটোর চুক্তি

সম্প্রতি সিটি ব্যাংক ও টিভিএস অটো বাংলাদেশের মধ্যে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এটির মুখ্য উদ্দেশ্য হল এমপ্লয়মেন্ট ব্যাংকিং সুবিধা ক্ষেত্র তৈরি করা।

২২ ফেব্রুয়ারি সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মাসরুর আরেফিন এবং টিভিএস অটো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জে. একরাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষরিত চুক্তিটি হস্তান্তর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ, রিটেইল ব্যাংকিং প্রধান মোহাম্মদ অরুপ হায়দার, এমপ্লয়িং ব্যাংকিং প্রধান হাসান উদ্দিন আহমেদ এবং টিভিএস অটো বাংলাদেশের সিইও বিপ্লব কুমার দেব, সিএফও দেব কুমার দাসসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ।

#এসকেএস/বিবি/২২ ০২ ২০২০


ব্যাংক ডেস্ক, বিবি
Published at: শনি, ফেব্রুয়ারী ২২, ২০২০ ৮:৫৩ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!