এসেছে ভিয়েতনামের চাল

এসেছে ভিয়েতনামের চাল

চলতি বছরের ৩ ফেব্রুয়ারি সম্পাদিত জি টু জি চুক্তির আওতায় (৩য় চালান) ভিয়েতনাম থেকে ২৯ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি ওবিই ডিনারেস জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

আজ এক সরকারি তথ্যবিবরণীতে এতথ্য জানিয়ে বলা হয়, ভিয়েতনাম থেকে জি টু জি ভিত্তিতে মোট ১ লাখ মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে। এর মধ্যে দু’টি চালানে মোট ৩০ হাজার ৩ শ’ মেট্রিক টন চাল ইতোপূর্বে দেশে পৌঁছেছে।

জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। [বাসস]
#তমহ/বিবি/২২মার্চ২০২৫


ব্যবসা ডেস্ক, বিবি
Published at: রবি, মার্চ ২৩, ২০২৫ ১১:০০ পূর্বাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!