ফারুক আহমেদ সিটি ব্যাংকের নতুন ডিএমডি

ফারুক আহমেদ সিটি ব্যাংকের নতুন ডিএমডি

সিটি ব্যাংক সম্প্রতি ফারুক আহমেদকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি প্রদান করেছে। তিনি একই ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (হেড অব ট্রেড সার্ভিস) হিসেবে কর্মরত ছিলেন।

২০১৩ সালে তিনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ট্রেড সার্ভিস হিসেবে সিটি ব্যাংকে যোগদান করেন।

ফারুক আহমেদ ১৯৯৪ সালে আইএফআইসি ব্যাংকে তার ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীকালে ঢাকা ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি দায়িত্ব পালন করেন।

২৮ বছরের ক্যারিয়ারে তিনি ব্রাঞ্চ ব্যাংকিং, অফশোর ব্যাংকিং এবং ট্রেড অপারেশনে একজন দক্ষ ব্যাংকার হিসেবে ব্যাংকিং মহলে সুপরিচিত।

তার নেতৃত্বেই সিটি ব্যাংক ২০২১ সালে সাড়ে ছয় বিলিয়ন ডলার বৈদেশিক বাণিজ্যের ব্যবসা করে। ফারুক আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

#তমহ/বিবি/১১ ০৪ ২০২২


ব্যাংক ডেস্ক, বিবি
Published at: সোম, এপ্রিল ১১, ২০২২ ৪:৪৪ পূর্বাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!