কোটি টাকার লটারি প্রাপ্তি!
চট্টগ্রামের পটিয়া থানার কর্তালা গ্রামের কে বি বড়ুয়ার ছেলে শিপক বড়ুয়া লাকি। তিনি আবুধাবিতে লটারিতে প্রায় অর্ধ কোটি টাকার গাড়ি জিতেছেন।
আবুধাবি বিমানবন্দরের ডিউটি ফ্রি বিপণীতে ‘বিগ টিকেট’ নামে এ লটারিতে ‘ল্যান্ড রোভার সিরিজ ১৬’ ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন শিপক। তার টিকেটটি জিতে নেয় ২০১৯ মডেলের ল্যান্ড রোভার ডিসকভারি গাড়ি।
প্রবাসীরা জানান, মাল্টি মিলিয়ন দিরহাম পুরস্কারের এ র্যাফেল ড্র প্রতি মাসেই অনুষ্ঠিত হয়। পাঁচশ দিরহামের বিগ টিকেটে প্রথম পুরস্কার ২৮ থেকে ৩৫ কোটি টাকা। এছাড়া আছে ১৫০ দিরহামের টিকেটে লেটেস্ট মডেলের লাক্সারি ল্যান্ড রোভার কিংবা বিএমডব্লু গাড়ি জেতার সম্ভাবনা।
শিপক বড়ুয়া ২৭ বছর ধরে আমিরাত প্রবাসী। তিনি আবুধাবির ইম্পেরিয়াল কলেজ অব ডায়াবেটিস সেন্টারে কাজ করেন। এদিকে শিপকের এ জয়ে রোববার স্থানীয় সময় রাতে আবুধাবি প্রবাসীরা তাকে অভ্যর্থনা দেন।
এতে বক্তব্য দেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির সভাপতি ইফতেখার হোসেন বাবুল, ‘বাংলাদেশ সমিতি ইউএই’ এর সভাপতি মোয়াজ্জেম হোসেন, বিমান বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক নিদান বড়ুয়া, এম এ মোতালেব, সুলতানুল আলম, ইমরাদ হোসেন ইমু, জামশেদ আলম, বেলায়েত হোসেন হিরো, সমীরণ বড়ুয়া ও আকতার হোসেন।
#এসএস/বিবি/২৮ ১১ ২০১৯
Share with others:
Recent Posts
Recently published articles!
-
অর্থনীতি ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যাংক ডেস্ক, বিবি
-
অর্থনীতি ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি